Image description

চট্টগ্রামের চন্দনাইশে গরীব, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ এবং আসন্ন শীতকালীন মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ‘চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন’।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিকুল ইসলাম রাহী।

সংগঠনের সদস্য কাজী মিজবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নারগিস সুলতানা, রুজি আক্তার, আদনীন মরিন, শাহনাজ আক্তারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, ‘গতানুগতিক প্রথার বাইরে গিয়ে উদ্যোক্তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। উপজেলার শিক্ষিত ও মেধাবী তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে।’

আসন্ন কর্মসূচি সম্পর্কে তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা এবং ১৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী শীতকালীন মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আলোচনা সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক এতিম শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।