জনগণের অধিকার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত নেতা
পটুয়াখালী–২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘একটি আদর্শ রাষ্ট্র গঠনের প্রথম শর্ত হলো মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার, তাই এই অধিকার সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এস এ স্কুল মাঠে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, ‘স্বাস্থ্যসেবায় অবহেলা ও বৈষম্য দূর করা শুধু সরকার বা রাজনৈতিক দলের কাজ নয়; সমাজের প্রত্যেক সক্ষম মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের উদ্দেশ্য অসহায় মানুষের মুখে সামান্য স্বস্তি এনে দেওয়া। পর্যায়ক্রমে জনগণের সব মৌলিক অধিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’
দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন ও ডায়াবেটিস বিভাগে ৬ জন অভিজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়, চশমা এবং বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী (৫২) বলেন, ‘চোখের সমস্যায় অনেক দিন ভুগছিলাম। আজ এখানে বিনামূল্যে চশমা ও ডাক্তারের পরামর্শ পেয়ে অনেক উপকার হলো।’ রোকসানা খাতুন ও আজিজুর রহমান নামের দুই রোগী জানান, বাড়ির কাছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ পাওয়া দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
স্থানীয় স্কুলশিক্ষক শারমিন আক্তার বলেন, ‘আমাদের এলাকায় অনেক মানুষ স্বাস্থ্যসচেতন নন। আজকের এই ক্যাম্প মানুষকে সচেতন করার পাশাপাশি দরিদ্রদের বড় উপকার করেছে।’
আয়োজকরা জানান, বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এমন আরও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে ড. মাসুদ বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। তিনি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।




Comments