Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় রাব্বি (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার আদালত পাড়ার কালিবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। এ সময় রাব্বি বুকে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে পুলিশ দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ অবস্থায় রাব্বি সাংবাদিকদের জানান, তিনি একটি সালিশ বৈঠক শেষে ফেরার পথে বাদানুবাদের একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। তবে কারা গুলি ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে তিনি শনাক্ত করতে পারেননি।

তাৎক্ষণিকভাবে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ‘শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ রাব্বিকে হাসপাতালে আনা হয়। তার বুকে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে নবীনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, ‘গুলিবিদ্ধ যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত ১ নভেম্বর বড়িকান্দিতে পূর্বশত্রুতার জেরে একটি রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণে দুজন নিহত হন (এ ঘটনায় প্রধান অভিযুক্তকে র‍্যাব গ্রেপ্তার করে)। তার আগে ২৪ অক্টোবর সাবেক বিএনপি নেতা মফিজুল রহমান মুকুলকে গুলি করে আহত করা হয়, যে ঘটনায় পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। এছাড়া বালুমহলে অবৈধ অস্ত্রের মহড়া ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে।