ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবক রাব্বি'র মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন; জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।
নবীনগর থানার ওসি মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।
এতে রাব্বি (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তের মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে। অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ, গত ১ নভেম্বর নবীনগরের বড়িকান্দিতে পূর্ব শত্রুতার জেরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণে দুজন নিহত হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব। এর আগে ২৪ অক্টোবর নবীনগরে মফিজুল রহমান মুকুল নামের সাবেক এক বিএনপি নেতাকে গুলি করে আহত করা হয়।এখন পুর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়াও নবীনগরের মেঘনার বালু মহলের অবৈধ অস্ত্রের মহড়া, প্রশাসনের নিরবতা। এসব ঘটনায় আতঙ্কিত উপজেলার সাধারণ মানুষ।




Comments