Image description

নীলফামারী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল হক জবা এবং সদস্য সচিব আব্দুল জলিলসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।