Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে নিজের নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করলের ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

শনিবার সকালে ফরিদপুর-৪ আসনের বিভিন্ন এলাকা ঘুরে এ ব্যানার, পোষ্টার ফেস্টুন অপসারণ করেন তিনি।

এসময় শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার সব নির্বাচনী ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছি এবং নেতাকর্মীদের এসব সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। পরিবেশ দূষণ ঠেকাতে এবং জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো অপসারণ করেছি।