Image description

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে রাতের আঁধারে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অফিসের ভেতরে আগুন ছুড়ে মারে। তবে সেটি ঠিকমতো জ্বলে না ওঠায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরটি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, শুক্রবার রাত ১১টা পর্যন্ত দাপ্তরিক কাজ শেষে তিনি বাসায় যান। শনিবার সকালে অফিসে এসে তিনি পোড়া গন্ধ পান। পরে তল্লাশি করে দেখতে পান, অফিসের দোতলার পেছনের জানালার থাই গ্লাসের লক ভাঙা। দুর্বৃত্তরা লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে ছুড়ে মেরেছিল। কিন্তু লাঠিটি জানালার পাশে মেঝেতে পড়ে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি, ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে শনিবার সকালেই মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাইসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাইসুল ইসলাম বলেন, ‘বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। নিরাপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট আছি।’

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।