Image description

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সামিয়া আক্তার ওই গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সামিয়া। এদিকে দীর্ঘ সময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।