Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে রাতের আঁধারে নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৪ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বিভীষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের নিকটবর্তী লালমাটিয়া মাঠ এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিভীষণ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ১৫ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা, যশোর, ঢাকা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

ভুক্তভোগীরা জানান, জীবিকার তাগিদে বিভিন্ন সময় তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলাম। সেখানে ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে ভারতের কারাগারে সাজা ভোগ করেন।

আটককৃতদের একজন জানান, প্রায় দুই বছর আগে তিনি কাজের জন্য ভারতে গিয়েছিলেন। কারাভোগ শেষে বিএসএফ সদস্যরা রোববার ভোরে তাদের গোপনে বাংলাদেশে পুশইন করে দেয়। সীমান্ত পার হয়ে লালমাটিয়া মাঠে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেয়।