Image description

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার কালামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লার ছেলে আক্কাস ওরফে শাকিল, একই জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল ও কাশিনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে তারা মিয়া এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ। এদের মধ্যে আরব আলী ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মানিকগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটিসহ তাদের আটক করেন। আটকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তল্লাশি চালিয়ে ওই পিকআপ থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন, ‘র‌্যাব ও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’