ভালোবাসার কাছে হার মানল দেশ ও সীমানার গণ্ডি। প্রেমের টানে সুদূর পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে এসে হবিগঞ্জের লাখাই উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন এক যুবক। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার বেগুনাই গ্রামে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
কনে সেবিনা আক্তার (৩০) লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মুসা মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সেবিনা আক্তার ও ওই পাকিস্তানি যুবক দুজনেই জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর আগে প্রবাস জীবনেই তাদের প্রথম পরিচয় হয়। ভিনদেশি হওয়া সত্ত্বেও দুজনের মনের মিল থাকায় ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কিছুদিন আগে সেবিনা আক্তার ছুটিতে দেশে ফিরে আসেন। তবে তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে ভালোবাসাকে পূর্ণতা দিতে এবং সেবিনাকে জীবনসঙ্গী করতে ওই যুবক পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে আসেন। শনিবার দুই পরিবারের সম্মতিতে ও ধর্মীয় রীতি মেনে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়।
এদিকে ভিনদেশি বরের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদম্পতিকে দেখতে স্থানীয়রা ভিড় করছেন এবং তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করছেন।




Comments