দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) এসব এলাকায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
পরশুরাম (ফেনী): উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও এস এম শাফায়াত আকতার নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসি মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হরি কমল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর, প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান ও বিআরডিবি চেয়ারম্যান আবু তালেব রিপন। বক্তারা পরশুরামের কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী ড. সিরাজুল হক খানের স্মৃতি সংরক্ষণের দাবি জানান।
আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, ওসি মো. জুনায়েদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও আইয়ুব খান উপস্থিত ছিলেন।
গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক আহসানুল হক। বক্তব্য রাখেন ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সাংবাদিক শামীম খান প্রমুখ। অপরদিকে, উপজেলা প্রশাসন শালীহর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া স্থানীয় বিজয় ’৭১ চত্বরে বিভিন্ন সংগঠন মোমবাতি প্রজ্জ্বলন করে।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘স্মৃতি অনির্বাণে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ইউএনও মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহান।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ): উপজেলার উজানীগাও গ্রামে শহীদ তালেব উদ্দিন, কৃপেন্দ্র দাস ও নাম না জানা এক শহীদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউএনও মোহাম্মদ শাহজাহান ও ওসি অলি উল্লাহর নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিলাইছড়ি (রাঙামাটি): উপজেলা কনফারেন্স রুমে ইউএনও হাসনাত জাহান খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ওসি মো. মাসরুরুল হক, ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, মেডিকেল অফিসার ডা. রনি সরকার ও কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।
নীলফামারী: নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। পরে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাটখিল (নোয়াখালী): চাটখিলে উপজেলা সভাকক্ষে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ওসি আব্দুল মোন্নাফ, কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম, বিএনপি নেতা দেওয়ান শামসুল আরেফিন শামীম ও জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিন হাসান প্রমুখ।
উজিরপুর (বরিশাল): উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. আলী সুজার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, ওসি মো. রাকিবুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব হোসেন।
লাকসাম (কুমিল্লা): উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নার্গিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ওসি মাকসুদ আহমেদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাস্টার সফিকুর রহমান।
মধুপুর (টাঙ্গাইল): মধুপুর আদর্শ মাদ্রাসা সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ইউএনও মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শাহীনা নাসরীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওসি শাহিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধারা।
ধনবাড়ী (টাঙ্গাইল): উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান। পরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও ওসি আজিম উদ্দিন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি গোলাম কিবরিয়া ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মজিবর রহমান।
চারঘাট (রাজশাহী): মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওসি হেলাল উদ্দিন ফারুকী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. জহিরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ওসি আইয়ুব আলী ও কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম।




Comments