Image description

আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে নীলফামারীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ।

বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখন জাতীয় নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আমি কাজ করে নীলফামারীকে এগিয়ে নিতে চাই।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নূর আলম এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ।

সভা শেষে ইউনিয়ন ভূমি অফিসার্স সমিতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহর নিজ জেলা কিশোরগঞ্জ। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৯ ডিসেম্বর তিনি নীলফামারী সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।