Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ইঞ্জিনবিহীন রিকশা ও ভ্যানের টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পৌর এলাকার ধানগড়া গোলচত্বরে যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার ওপর থেকে অবৈধ সিএনজি স্টেশন ও অস্থায়ী দোকানপাট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা সম্প্রতি জনস্বার্থে এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

প্রশাসকের নির্দেশনায় বলা হয়, এখন থেকে পৌর এলাকায় চলাচলকারী ইঞ্জিন বা ব্যাটারিবিহীন সাধারণ রিকশা ও ভ্যান থেকে কোনো প্রকার টোল আদায় করা যাবে না। এছাড়া সব ধরনের যানবাহনের ক্ষেত্রে সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত টোল আদায় সম্পূর্ণ বন্ধ থাকবে।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, টোল আদায়ে অনিয়মের অভিযোগ ওঠায় ইজারাদারদের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন থেকে পৌরসভার নিজস্ব কর্মচারীরাই নিয়ম মেনে টোল আদায় করবেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা বলেন, ‘শহরের শৃঙ্খলা রক্ষা ও যানজট কমাতে ধানগড়া গোলচত্বর এলাকা দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন খেটে খাওয়া চালকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধ টোল আদায়ের কারণে ভোগান্তিতে ছিলেন। নতুন নির্দেশনায় তাদের ওপর বাড়তি আর্থিক চাপ কমবে। সচেতন মহলও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।