দিনাজপুরের ঘোড়াঘাটে কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় একসাথেই উত্তীর্ণ হয়ে চমক সৃষ্টি করেছেন যমজ দুই বোন। সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে তাদের এই কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
মেধাবী এই দুই বোন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তাহরিমা আক্তার দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন এই দুই বোন। বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের সহায়তা এবং নিজেদের কঠোর অধ্যবসায়ের ফলে তারা নিজেকে প্রস্তুত করেছেন। শেষমেশ ভর্তি যুদ্ধের কঠিন বৈতরণী পার হয়ে দুজনেই মেডিকেলে পড়ার সুযোগ অর্জন করেছেন।
রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনোরঞ্জন মহন্ত ভুট্টু বলেন, ‘এই সাফল্য শুধু তাদের পরিবারের নয়, পুরো ঘোড়াঘাটবাসীর। তাদের এই অর্জন আশপাশের শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে মানবিক চিকিৎসক হয়ে দেশ ও দশের সেবা করবে।’
কৃতী এই দুই শিক্ষার্থী তাদের সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।




Comments