মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে দিনমজুর ও খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা পাঁচমাথা মোড়ে তিনি সশরীরে উপস্থিত থেকে কয়েকশ রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন। বিজয় দিবসের দিনে সাবেক এমপির এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে।
খাদ্য বিতরণকালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, “বিজয় দিবস শুধু আনন্দ উৎসবের দিন নয়, এটি আমাদের দায়ত্বিবোধের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। আজ এই মহান দিনে খেটে খাওয়া ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। অতীতেও আমি সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি। ভবিষ্যতে যে অবস্থানেই থাকি না কেন, ইনশাআল্লাহ সবসময় জনগণের সুখ-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গীকার পূরণ করে যাব।”
খাবার পেয়ে আবেগাপ্লুত এক রিকশাচালক বলেন, “বিজয় দিবসের দিনে সাবেক এমপির হাত থেকে খাবার পেয়ে খুব ভালো লাগল। তিনি আগেও আমাদের খোঁজখবর রাখতেন, আজও রেখেছেন। আমরা তার জন্য দোয়া করি।”
বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয় দিবসে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই কর্মসূচি স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।




Comments