কেরানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসুতা এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বলসুতা এলাকায় মেকাইল বড় মাদরাসার উত্তর পাশে সুজন হাউজিংয়ের ভেতরে একটি কলাবাগান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং মুখ ও গলায় গামছা পেঁচানো ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে এই নির্জন কলাবাগানে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে, তবে এখনো তার পরিচয় মেলেনি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।




Comments