বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন খান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতা বাবুল হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু।
এছাড়া শোক জানিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও দলীয় মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি মো. খোকন সরদার।
আরও শোক প্রকাশ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. আজিজ হাওলাদার ও সম্পাদক আনোয়ার হোসেন।
সামাজিক ও সাংবাদিক সংগঠনের মধ্যে শোক জানিয়েছেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদার, রূপায়ন সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ইকবাল, সমাজসেবা সম্পাদক ফয়েজ আহমেদ টুটুল, নির্বাহী সদস্য মামুন বাড়িসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।




Comments