Image description

বরগুনার বেতাগীতে স্থানীয় সুশাসন, জলবায়ু ঝুঁকি ও নাগরিক সেবা প্রাপ্তির বৈষম্য নিরসনে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন।

উপজেলা সিভিক ফোরামের সভাপতি আসাদুল ইসলাম চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নারী, ক্ষুদ্র কৃষক, সচেতন নাগরিক এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “উপকূলীয় এ জনপদে জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সংকট হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার জনগোষ্ঠী। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একে অপরের সহায়ক হিসেবে দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

আয়োজকরা জানান, ওয়েভ ফাউন্ডেশন এই উপজেলার ইউনিয়ন পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে ইউনিয়নগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন এবং সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১টি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ৮টি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঝে মোট ৯ সেট দুর্যোগ ঝুঁকি হ্রাস উপকরণ বিতরণ করা হয়।

প্রতি সেট উপকরণের মধ্যে রয়েছে- হ্যান্ড মাইক, পেট্রোল করাত, লাইফ জ্যাকেট, গাম বুট, রেইন কোট, হেলমেট, টর্চ লাইট, স্ট্রেচার, ফার্স্ট এইড বক্স, ৪০ ফুট রশি এবং মালামাল সংরক্ষণের জন্য একটি স্টিলের ট্রাংকসহ ১৯ ধরনের সরঞ্জাম।