খানসামায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ভূমি উন্নয়ন কর আদায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতার কাছ থেকে বিকাশে ৪ হাজার ৫০ টাকা গ্রহণ করলেও রসিদে (দাখিলা) মাত্র ২ হাজার ২৪০ টাকা উল্লেখ করার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেকের বিরুদ্ধে।
ভুক্তভোগী বিরেন্দ্র নাথ গং জানান, উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুর মৌজার ১৪৯৮ নম্বর খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে তিনি সম্প্রতি ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় সহকারী ভূমি কর্মকর্তা তাকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলেন। কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তিনি বিকাশে ৪ হাজার ৫০ টাকা পাঠান। কিন্তু পরবর্তীতে দাখিলা (রসিদ) হাতে পেয়ে দেখেন, সেখানে কর বাবদ মাত্র ২ হাজার ২৪০ টাকা জমা দেখানো হয়েছে। বাকি ১ হাজার ৮১০ টাকার কোনো হদিস নেই।
ভুক্তভোগীর অভিযোগ, অতিরিক্ত টাকার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দেননি, বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেকের বিরুদ্ধে এর আগেও অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠেছে। তার অনিয়মের কারণে সাধারণ ভূমি মালিকরা নিয়মিত হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, “বিষয়টি নিয়ে আমি মৌখিকভাবে কিছু অভিযোগ পেয়েছি। সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




Comments