Image description

যশোরের অভয়নগরে ‘তারুণ্যের আলো ফাউন্ডেশন’-এর আয়োজনে মেধা যাচাই পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার সিদ্ধিপাশা পি.বি. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় উপজেলার ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মোট ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সেলিম উদ্দিন, নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুজিবুর রহমান ও নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার বিশ্বাস।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, সিদ্ধিপাশা শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস ও ইউপি সদস্য শেখ আকরাম হোসেন।

তারুণ্যের আলো ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ অছিফুদ্দৌলা বলেন, “আমাদের সংগঠনটি বিভিন্ন সময় সামাজিক সহযোগিতামূলক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং তাদের মধ্যে শিক্ষার আগ্রহ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই মেধা যাচাই পরীক্ষার আয়োজন।”

পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হানিফুর রহমান, মো. আসাদুজ্জামান, গৌরাঙ্গ কুমার দাস ও বিশ্বজিত কুমার গাইন প্রমুখ।