ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন ১০ তলা সরকারি স্কুল ভবনের নবম তলা থেকে পড়ে শামীম হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধামরাই পৌরসভার ঢুলিভিটা আমিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন টাঙ্গাইল সদর উপজেলার গালুটিয়া এলাকার মনির মন্ডলের ছেলে। তিনি ওই ভবনে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।
সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ও জাহিদ নামের আরেক শ্রমিক ভবনের নবম তলায় বাঁশের মাচা বেঁধে টাইলস লাগানোর কাজ করছিলেন। কাজ চলাকালীন দুপুরের দিকে হঠাৎ মাচাটি ভেঙে যায়। এ সময় জাহিদ কোনো রকমে মাচার একটি বাঁশ ধরে ঝুলে আত্মরক্ষা করতে পারলেও শামীম নিচে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে ‘নুরানী কনস্ট্রাকশন লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, “আমি ঘটনার সময় সাইটে ছিলাম না। শুনেছি কাজ করার সময় পড়ে গিয়ে শামীম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments