Image description

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়িতে বাইরের দিক থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আয়েশা আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে। দগ্ধ হয়েছেন ওই পরিবারের আরও তিন সদস্য, যাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলাল হোসেন স্থানীয় ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তাঁর স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং ঘরের চারপাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘বেলাল হোসেন আমাদের দলের সহ-সাংগঠনিক সম্পাদক। গভীর রাতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এক শিশু নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আমরা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, ‘ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের কারণ তদন্ত করা হচ্ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে এবং আরও তিনজন আহত হয়েছেন। আগুনটি পরিকল্পিত নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’