Image description

মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রবীণ সাংবাদিক ও জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সদস্য বদরুল ইসলাম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ৪৯ মিনিটে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম বদরুল ইসলাম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পেশাগত জীবনে বদরুল ইসলাম একজন দক্ষ শিক্ষক হিসেবেও অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, লংলা আধুনিক ডিগ্রি কলেজ এবং জুড়ী টি এন খানম একাডেমি কলেজে শিক্ষকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি জুড়ী কামিনীগঞ্জ বাজারে সফলভাবে ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন।

সমাজসেবায় নিবেদিত এই ব্যক্তিত্ব এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তাঁরা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম শামীম এবং কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন।

এছাড়া জুড়ী উপজেলা প্রেস ক্লাব, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।