Image description

নীলফামারীতে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এবং জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভুবন মোহন তরফদার।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় মোট ৩৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১০২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার বিজয়ীরা আগামী ২৭ ডিসেম্বর দিনাজপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।