হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকবাংলো এলাকায় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে কাউছার আলী (২২) এবং একই উপজেলার হোসেন মিয়া (৩০)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ডাকবাংলো এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি করলে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
বিকেলে গ্রেপ্তারকৃতদের মাদকসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাঁদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




Comments