পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে আবারও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাজেক জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্কুল পরিচালনার জন্য একটি ল্যাপটপ বিতরণ করেছে বাঘাইহাট জোন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।
জানা গেছে, পিছিয়ে পড়া এই স্কুলটির সার্বিক উন্নয়নে বিগত কয়েক মাস ধরে নানা সংস্কারমূলক কাজ চালিয়ে যাচ্ছে বাঘাইহাট জোনের দায়িত্বপ্রাপ্ত ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা, সীমানা গেট ও টয়লেট নির্মাণ, লাইব্রেরি স্থাপন, শহীদ মিনার ও ক্লাসরুম সংস্কার এবং ডিজিটাল ক্লাসের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
একই দিন আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে রুইলুই পাড়া গির্জা পরিচালনা কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে, সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে বাঘাইছড়ি উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি মাচাং শাকিল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের আত্মোন্নয়নে সেনাবাহিনী সবসময় সহযোগিতা করে আসছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।




Comments