Image description

বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত এক ‘লার্নিং শেয়ারিং’ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে এবং উপ-পরিচালক মিঠু মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সঠিক সুযোগ পেলে তারা দেশের সম্পদে পরিণত হন। আসন্ন জাতীয় নির্বাচনে তারা যেন কোনো ধরনের বাধা ছাড়াই সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

সভাপতির বক্তব্যে বদিউল আলম আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে তারা দেশ গঠনে ভূমিকা রাখবেন। সভার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ভোটারদের সচেতনতা বৃদ্ধির অভিজ্ঞতা, প্রাপ্ত শিক্ষা ও উত্তম অনুশীলনগুলো সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোকাব্বের হোসেন মোজাম্মেল।

এছাড়া সভায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বানারীপাড়া শাখার সহ-সভাপতি রেজাউল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক রোজিনা খানম, সভাপতি সেকেন্দার আলী, জাকের পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম মৃধা এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।