Image description

নীলফামারী জেলা শহরের পুলিশ লাইন্স এলাকার একটি পুকুর থেকে ডাচ-বাংলা ব্যাংকের একটি মিনি আয়রন ভোল্ট (লকার) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ভোল্টটি উদ্ধার করে নীলফামারী সদর থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ ভেঙে লকারটি চুরির ঘটনা ঘটে।

ডাচ-বাংলা ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত ভোল্টটি তাদের ব্যাংকের। সোমবার রাতে দুর্বৃত্তরা বুথে প্রবেশ করে সেটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভোল্টে কোনো টাকা ছিল না। সেখানে এটিএম কার্ড ও ব্যাংকিং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পুকুরে ভোল্টটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, “পুকুর থেকে ভোল্টটি উদ্ধার করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে কোনো টাকা ছিল না, তবে দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। পুরো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।