Image description

গাজীপুরের কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। অভিযানে গাজীপুর জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।

আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক এই অভিযান চালানো হয়। তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে ‘সেবা ঔষধ ঘর’কে ১০ হাজার টাকা এবং ‘ইসলামিয়া ফার্মেসি’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন ওষুধ মজুত রাখার অপরাধে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”