সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এলাকার রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, বেতনা নদীর খনন করা মাটি অবৈধভাবে লুটের অভিযোগে বুধবার কিসমত আলী নামে এক ব্যক্তিকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। খবর পেয়ে কিসমতের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুর রহমান ও সিপাহী মেহেদী হাসান আহত হন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের নির্দেশনায় ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া তিনজন ওই হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া আসামি কিসমত আলীকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




Comments