যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাঠানোর চেষ্টা; দুইজনকে জরিমানা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় পরিবহনের অভিযোগে অভিযান চালিয়ে একজন মাংস পরিবহনকারী ও একজন গাড়িচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাটের নদীতীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়ার গাবতলী উপজেলার জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাংস পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক গাজীপুর কোনাবাড়ির মো. তারেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ পশু জবাই ও মাংস পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।




Comments