খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনে লালপুরে দোয়া মাহফিল
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লালপুরে শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পুর আহ্বানে লালপুর বাজার জামে মসজিদ, বালিতিতা থানা মসজিদ, দক্ষিণ লালপুর, বাহাদুরপুর ও মোহরকয়া জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে একযোগে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মসজিদে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তিসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তারেক রহমানের দেশে ফেরায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




Comments