Image description

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ঘনকুয়াশার কারণে দিক হারিয়ে চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের উদ্ধার করা হয়।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝনদীতে কুয়াশার ঘনত্ব অত্যাধিক বেড়ে যাওয়ায় চালক দিকভ্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে লঞ্চটি নদীর কলবাগান এলাকার একটি চরে গিয়ে আটকে যায়।

খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান অপূর্বর নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয়রা ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় লঞ্চে থাকা নারী ও শিশুসহ সকল যাত্রীকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকে পড়া লঞ্চের সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলে পুনরায় চলাচল স্বাভাবিক হবে।