পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদ ও বাধার মুখে কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে একই সীমান্তে তিনবার এমন অবৈধ চেষ্টার ঘটনা ঘটল।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা সীমান্ত পিলারের ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ সংলগ্ন এলাকায় শূন্যরেখার (জিরো লাইন) অত্যন্ত কাছাকাছি বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া বিজিবি ক্যাম্পে খবর দেন। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্তর্জাতিক সীমান্ত আইনের দোহাই দিয়ে নির্মাণকাজে বাধা দেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে সরে যান।
পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে এই অবৈধ অনুপ্রবেশ ও নির্মাণ প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। বিএসএফের প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের কাজ বন্ধ রাখা এবং ইতিমধ্যে স্থাপিত বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে।
উল্লেখ্য, পাঁচবিবির এই সীমান্ত এলাকায় এর আগেও বিএসএফ একাধিকবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়েছিল, যা প্রতিবারই বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




Comments