ভূরুঙ্গামারীতে ৫ মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল রানাকে (৩০) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সোহেল রানা উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের আজাহার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা, গাইবান্ধার পলাশবাড়ী থানা, রংপুরের কোতোয়ালি থানা, সিরাজগঞ্জ ও লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।
দীর্ঘদিন প্রচেষ্টার পর ভূরুঙ্গামারী থানা পুলিশ র্যাবের সহায়তায় গত শনিবার তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সোহেল রানা একজন পেশাদার মাদক কারবারি। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments