Image description

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নাগরিক ও নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে চন্দনাইশ সেনা ক্যাম্পের নেতৃত্বে খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব।

আটককৃতরা হলেন- সাজেদা বেগম (৪০), নুর মোহাম্মদ (৪০) এবং রোহিঙ্গা নাগরিক মো. ওসমান (৩৮)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে নুরু মার্কেট এলাকায় প্রথম ধাপে অভিযান চালিয়ে সাজেদা বেগমকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও নগদ ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভোর ৫টার দিকে একই এলাকায় দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে নুর মোহাম্মদ ও মো. ওসমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ৩ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।

সূত্র আরও জানায়, আটক মো. ওসমান একজন রোহিঙ্গা নাগরিক (এফডিএমএন)। তিনি ক্যাম্প-২, ব্লক-বি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানিয়েছেন, তিনি ক্যাম্প-৬ এর বাসিন্দা মো. জাফরের (৪৫) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় সহযোগীদের মাধ্যমে বিক্রি করতেন।

অভিযান শেষে আটককৃত আসামি এবং উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর