ফুলসজ্জ্বিত জিপগাড়িতে চড়ে বাড়ি ফিরলেন ‘মানুষ গড়ার কারিগর’ নুর উদ্দিন
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. নুর উদ্দিনকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া এই প্রবীণ শিক্ষককে ফুল দিয়ে সাজানো জিপগাড়িতে করে রাজকীয়ভাবে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জুলহাস। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ।
বক্তারা বলেন, ১৯৮৪ সাল থেকে দুর্গম পাহাড়ি জনপদ ও চা-বাগান অধ্যুষিত এই এলাকায় শিক্ষার আলো ছড়াতে কাজ করেছেন মো. নুর উদ্দিন। তার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি এমপিওভুক্ত থেকে সরকারি প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। এছাড়া তার নেতৃত্বেই ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় চ্যাম্পিয়ন এবং ২০১২ সালে বঙ্গমাতা গোল্ডকাপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি, যা জৈন্তাপুরকে সারা দেশে পরিচিত করেছে।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন বলেন, ‘এই বিদায় শেষ বিদায় নয়। আমি শিক্ষক হিসেবে না থাকলেও আমৃত্যু এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকব। আমার সাবেক ছাত্র-ছাত্রীরা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তা যেন এই প্রতিষ্ঠানের জন্যও অব্যাহত থাকে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও এ কে এম রুহুল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, জেছিস-এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। পরে সুসজ্জিত জিপগাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments