সারা দেশের মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন।
তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট কয়েক গুণ বেড়ে গেছে।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবু সুফিয়ান মিডিয়াকে বলেন, আজ গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।




Comments