Image description

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বসতঘর থেকে লায়েক আলী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহিত লায়েক আলী ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তার এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লায়েক আলীর কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জানলা দিয়ে তাকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহটি দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।"

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর