Image description

খুলনার দিঘলিয়ায় এক গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান পিন্টু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দায়ের করার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ব্রহ্মগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পিন্টু উপজেলার চন্দনীমহল গাজীপাড়া এলাকার মৃত বদিয়ার বিশ্বাসের ছেলে। তিনি এলাকায় সুদে ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালে ভুক্তভোগী গৃহবধূর স্বামী মিজানুর রহমান পিন্টুর কাছ থেকে মাসিক ৬০০ টাকা লাভে দুই হাজার টাকা ঋণ নেন। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে পিন্টু তাদের বাড়িতে গিয়ে মাথাব্যথার কথা বলে বিশ্রামের সুযোগ চান। ভুক্তভোগীর স্বামী তাকে সরল বিশ্বাসে ঘরে ঘুমানোর জায়গা করে দিয়ে প্রতিবেশী একজনের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান। বাড়িতে বিদ্যুৎ না থাকার সুযোগে এবং ঘরে একা পেয়ে পিন্টু রান্নাঘর থেকে ওই গৃহবধূকে জাপটে ধরে শোয়ার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

গৃহবধূর স্বামী ঘরে ফিরে পিন্টুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এসময় পিন্টু দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। লোকলজ্জা ও মান-সম্মানের ভয়ে ঘটনার পরপরই মুখ না খুললেও শুক্রবার বিকালে দিঘলিয়া থানায় গিয়ে ওই নারী মামলা দায়ের করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গৃহবধূ বাদী হয়ে শুক্রবার বিকালে মামলা করার পর পুলিশ দ্রুত অভিযানে নামে। রাত পৌনে ৯টার দিকে ব্রহ্মগাতি গ্রাম থেকে আসামি পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর