কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামে এক ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯) গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে একটি খালি ট্রাক বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। ট্রাকটি মিরপুর উপজেলার কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হুসাইনের মৃত্যু হয় এবং চালক ওবায়দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও সেটির চালক ও সহকারী পালিয়ে গেছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments