চট্টগ্রামের পারকি সৈকতে ভেসে এল বিরল প্রজাতির দুই কচ্ছপ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে বিরল প্রজাতির বিশাল আকৃতির দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। গত দুইদিন ধরে সৈকতের বালুচরে কচ্ছপগুলো পড়ে থাকতে দেখছেন পর্যটক ও স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি কচ্ছপের ওজন প্রায় ৪০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় তিন ফুট। কচ্ছপ দুটির গায়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে বড় কোনো জাহাজের ধাক্কায় অথবা জেলেদের জালে আটকে আঘাতপ্রাপ্ত হয়ে কচ্ছপগুলোর মৃত্যু হয়েছে। গত দুদিন ধরে সৈকতে পড়ে থাকলেও এগুলো অপসারণে কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি সৈকতের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা।
পারকি সৈকত ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘সৈকতের বালুচরে মৃত কচ্ছপ দুটি পড়ে থাকায় পর্যটকরা অস্বস্তিতে পড়ছেন। এগুলো দ্রুত সরিয়ে নেওয়া না হলে পচে দুর্গন্ধ ছড়াবে।’
পরিবেশবিদদের মতে, বাংলাদেশে মূলত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়, যার মধ্যে অলিভ রিডলি ও সবুজ কচ্ছপ অন্যতম। শীত মৌসুমে ডিম পাড়তে এসব কচ্ছপ কূলের কাছাকাছি আসে। এ সময় অসাবধানতাবশত জেলেদের জালের আঘাতে কিংবা সাগরে চলাচলকারী নৌযানের ধাক্কায় অনেক সময় এদের মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘শীত মৌসুমে প্রায়ই সাগর থেকে মৃত কচ্ছপ উপকূলে ভেসে আসে। সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় মৃত কচ্ছপগুলো দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments