উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের গৌরবময় ঐতিহ্যকে ধারণ এবং জেলা পর্যায়ে সরোদ বাদন পরিচিত করার লক্ষ্যে পটুয়াখালীতে প্রথমবারের মতো এক মনোমুগ্ধকর ‘সরোদ সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রথিতযশা যন্ত্রী ওস্তাদ মো. ইউসুফ খানের সরোদ বাদনের মধ্য দিয়ে এই নান্দনিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিকিৎসক মো. খালিদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ উল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন।
অনুষ্ঠানে ওস্তাদ মো. ইউসুফ খান তাঁর খুদে শিষ্য আহমেদ নাহাম মুনতাকাকে নিয়ে সরোদের বিভিন্ন তাল-লয় ও অসাধারণ রাগ প্রয়োগের মাধ্যমে এক অনন্য সৃজনশীল পরিবেশনা উপহার দেন। শাস্ত্রীয় সঙ্গীতের এই মনোমুগ্ধকর বাদনশৈলী উপস্থিত দর্শকদের বিমোহিত করে রাখে।
মানবকণ্ঠ/ডিআর




Comments