সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি খুচরা দোকানকে ৪ হাজার টাকা এবং একটি গ্যাস ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ও ভরারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযান সূত্রে জানা গেছে, তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ‘ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার’ নামক একটি প্রতিষ্ঠান গ্যাসের কৃত্রিম সংকট দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছিল। হাতেনাতে প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযোগকারী ভোক্তাকে তাঁর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ১ হাজার টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
এরপর ভরারী এলাকায় ‘গ্রীন টাউন এলপি গ্যাস লি.’ নামক একটি ডিপোতে অভিযান চালানো হয়। সেখানে বিক্রয় রশিদে গ্যাসের মূল্য উল্লেখ না করা এবং প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা এই ব্যবস্থা নিয়েছি। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।’
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments