সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৪টি অবৈধ কারখানা গুঁড়িয়ে সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিতাস গ্যাসের এক মোবাইল কোর্ট অভিযানে ৩টি চুনা কারখানা ও ১টি ঢালাই কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সোনারগাঁ ইকোনমিক জোন গেটের পশ্চিম পাশে একটি, পূর্ব পাশে একটি এবং ঝাউচর বালুর মাঠের পাশে একটি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানা এক্সকেভেটরের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় কারখানাগুলোর চুল্লির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। তিতাস গ্যাসের মেঘনাঘাট জোনের ম্যানেজার সুরঞ্জিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা ও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সোনারগাঁয়ে নিয়মিত অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধ গ্যাস ব্যবহার বা সংযোগের খবর পাওয়া যাবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments