তারেক রহমানকে নিয়ে কটূক্তি
আওয়ামী লীগ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগে নাটোর-৪ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আল্টিমেটাম দেন।
সমাবেশে দুলু বলেন, "সম্প্রতি অনলাইন যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একটি গোপন বৈঠকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের ‘রাতের ভোটের’ সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে অত্যন্ত অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন। একইসঙ্গে তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।"
সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে দুলু বলেন, "এই সিদ্দিকুর রহমান পাটোয়ারী একজন কসাই। বড়াইগ্রামের জনপ্রিয় নেতা সানাউল্লাহ নূর বাবুকে যখন প্রকাশ্যে আক্রমণ করা হয়, তখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছিলেন। তিনি যেখানেই থাকুক না কেন, বড়াইগ্রাম থানার ওসিকে অনুরোধ করব অবিলম্বে মামলা নিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করুন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" তবে এসময় তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে না তুলে নিয়ে শান্ত থাকার আহ্বান জানান।
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. আশরাফ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সামসুল হক রনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, জিএস সোহেল, সাবেক মেয়র ইসহাক আলী, বেলাল হোসেন, এবিএম ইকবাল হোসেন রাজু, আতিকুর রহমান মৃধা।
এছাড়া আরও বক্তব্য রাখেন থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মুন্নাফ খান, যুবদলের সভাপতি মিজান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম, ছাত্রদল নেতা সুজন, মিলন ও আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, তারেক রহমানকে নিয়ে কটু্ক্তির প্রতিবাদে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বড়াইগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানবকণ্ঠ/ডিআর




Comments