ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. দুলাল (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ইদ্রিস আলীর ছেলে।
আহতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রুবেল মিয়া (৪০), কুমিল্লার দেবিদ্বারের শরীফ (২৫), এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রীনা (৪৫) ও তাঁর ছেলে ইমরান (২৩)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী থেকে যাত্রী নিয়ে কসবার দিকে যাচ্ছিল। পথে রামরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুলাল মারা যান এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
পুলিশ আরও জানায়, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments