কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রচার সম্পাদক সোহেল মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। পুলিশের দাবি, ওই এলাকায় অবস্থান করে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তিনি সদর উপজেলার বারপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই কুতুবউদ্দিন জানান, অপরাধীদের ধরতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments