চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাধবীতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আলমসাধুর চালকও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মাছ বোঝাই একটি আলমসাধুকে পেছন থেকে একটি দ্রুতগতির ১০ চাকার ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে আলমসাধুর ভিতরে থাকা ঝিনাইদহের মহেশপুর থানার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে মোহাম্মদ আলী (৪২) সড়কের ওপর ছিটকে পড়েন। ট্রাকটি তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনায় আলমসাধুর চালক, একই গ্রামের আব্দুল মালেকের ছেলে জহুরুল ইসলাম ওরফে ফকির, গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়কে চলাচলরত কয়েকটি ড্রাম ট্রাক আটক করেন। পরে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কের যানজট নিরসন করে।
নিহত মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Comments